তুলা রাশি 2023 সাল কেমন যাবে - Libra Horoscope 2023

তুলা রাশির পুরুষ অত্যন্ত দয়ালু হৃদয়ের হয়ে থাকে । তাদের বুকে একটি তিল চিহ্ন বিদ্যমান । তুলা রাশির নারীগন অপরূপ দেহ-সৌষ্ঠবের অধিকারী ।

তুলা রাশির বৈশিষ্ট্য, আজকের তুলা রাশি, তুলা রাশির প্রতিকার, তুলা রাশির মেয়েদের বৈশিষ্ট্য, তুলা রাশির বৈশিষ্ট্য ২০২১, তুলা রাশির ভাগ্য, আগামীকালের রাশিফল তুলা রাশি, তুলা রাশির ছেলেদের বৈশিষ্ট্য, আজকের তুলা রাশি, তুলা রাশি চেনার উপায়, তুলা রাশির ভাগ্য 2022, তুলা রাশির বিবাহিত জীবন, তুলা রাশির বৈশিষ্ট্য ২০২১, সাপ্তাহিক রাশিফল তুলা, তুলা রাশি 2023 সাল কেমন যাবে, জুন মাসে তুলা রাশি রাশিফল, তুলা রাশির বৈশিষ্ট্য ২০২২, তুলা রাশির মেয়েদের বৈশিষ্ট্য, কুম্ভ রাশি চেনার উপায়, মেষ রাশি চেনার উপায়, তুলা রাশির ভাগ্য, তুলা রাশির বৈশিষ্ট্য ২০২১, তুলা রাশি কোন মাসে, তুলা রাশির ছেলেদের বৈশিষ্ট্য ।

তুলা রাশির পুরুষের বৈশিষ্ট্য

তুলা রাশির পুরুষ অত্যন্ত দয়ালু হৃদয়ের হয়ে থাকে । তাদের বুকে একটি তিল চিহ্ন বিদ্যমান । তাঁর স্বভাব-চরিত্র অতি উত্তম । গরীব-দুঃখীকে সর্বদা দান-খয়রাত ও বিভিন্ন রকম সাহায্য করে থাকে । কখনো অন্যের অপকারের কথা কল্পনাও করে না অথচ নিজের ক্ষতি করে যাদের উপকার করে তারাই তাঁর শত্রুতে পরিণত হয় ।

এ শ্রেণীর লোক কারো নিকট থেকে প্রবঞ্চনা করে দু-টাকা গ্রহণ করলে তাঁর দশটাকা বেরিয়ে যায় ।

ব্যবসায়-বাণিজ্য উপলক্ষে পশ্চিম দিক গমন তাদের জন্য অত্যন্ত শুভ ।

পশু পালন তাদের জন্য অত্যন্ত লাভজনক । রজব মাসের শুক্রবার দিনগুলো তাদের জন্য মঙ্গলজনক । সারা বৎসরের মধ্যে একটি দিনে তারা সকল কাজে অধিক লাভবান হয়ে থাকে ।

আত্মীয় কিংবা পাড়া-প্রতিবেশীর মধ্যে কোন অসচ্চরিত্রা নারী দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা রয়েছে ।

তাছাড়া অনেক পুরুষ শত্রু থাকবে । শত্রুর শত্রুতা সম্পর্কে সজাগ  থাকা প্রয়োজন ।

আত্মীয় সঙ্গে তেমন সু-সম্পর্ক থাকবে না । অনেকে পিছনে সমালোচনা রত থাকবে ।

তাছাড়া জীবজন্তু থেকেও তাদের সতর্কতা অবলম্বন করা উচিৎ । নির্জন রাস্তায় তারা পথ চলতে ভয় পায় । 

তুলা রাশির পুরুষ পাক-পবিত্রতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা খুব পছন্দ করে । অসাদাচারণ থেকে তারা সর্বদা বিরত থাকে এবং পূন্য কাজে খুব আগ্রহশীল থাকে ।

ভাগ্যগুনে তুলা রাশির পুরুষেদের সকল মনোবাসনা পূর্ণ হয় । সাধারণতঃ তাদের দুটো বিয়ে ও ১১টি সন্তান হয় । সন্তান্দের প্রায় অধিকাংশই অকালে মৃত্যুবরণ করে । যে কয়টি সন্তান বেঁচে থাকে তারা খুব ভাগ্যবান হয় ।

তাদের শৈশবকাল সুখের মধ্য দিয়ে অতিবাহিত হয় । যৌবনে সুখ-দুঃখ পাশাপাশি চলে এবং বার্ধক্যে আবার পরম সুখ-শান্তি ভোগ করে । জীবনে আটটি ফাঁড়া আছে । 

তুলা রাশির মেয়েদের বৈশিষ্ট্য

তুলা রাশির নারীগন অপরূপ দেহ-সৌষ্ঠবের অধিকারী । হংসিনীর ন্যায় হেলে-দুলে এবং বিচিত্র ভঙ্গিতে হেঁটে চলে পুরুষের দৃষ্টি কেড়ে নেয় । পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো তাদের একটি অভ্যাস । তাদের হৃদয় অত্যন্ত কঠোর প্রকৃতির । কণ্ঠস্বর মিষ্ট কিন্তু কটু কথায় পঞ্চমুখ । সপ্তাহের শনিবার দিনটি তাদের জন্য শুভ । উত্তর দরজার ঘর তাদের জন্য মঙ্গলজনক ।


সংসার জীবন সুখে কাটবে । তারা যথাক্রমে চারজনকে পতিত্বে বরণ করবে । তাদের গর্ভে ৭টি পুত্র ও ৪টি কন্যা সন্তান জন্মলাভ করবে । জীবনে আটটি ফাঁড়া কাটিয়ে উঠতে পারলে কমপক্ষে ...... আশি বৎসর আযু লাভ করবে ।


তুলা রাশির বৈশিষ্ট্য, আজকের তুলা রাশি, তুলা রাশির প্রতিকার, তুলা রাশির মেয়েদের বৈশিষ্ট্য, তুলা রাশির বৈশিষ্ট্য ২০২১, তুলা রাশির ভাগ্য, আগামীকালের রাশিফল তুলা রাশি, তুলা রাশির ছেলেদের বৈশিষ্ট্য, আজকের তুলা রাশি, তুলা রাশি চেনার উপায়, তুলা রাশির ভাগ্য 2022, তুলা রাশির বিবাহিত জীবন, তুলা রাশির বৈশিষ্ট্য ২০২১, সাপ্তাহিক রাশিফল তুলা, তুলা রাশি 2023 সাল কেমন যাবে, জুন মাসে তুলা রাশি রাশিফল, তুলা রাশির বৈশিষ্ট্য ২০২২, তুলা রাশির মেয়েদের বৈশিষ্ট্য, কুম্ভ রাশি চেনার উপায়, মেষ রাশি চেনার উপায়, তুলা রাশির ভাগ্য, তুলা রাশির বৈশিষ্ট্য ২০২১, তুলা রাশি কোন মাসে, তুলা রাশির ছেলেদের বৈশিষ্ট্য ।

একটি মন্তব্য পোস্ট করুন