চিরতা খাওয়ার উপকারিতা

ছোট সোজা বা খাড়া গুল্ম জাতীয় উদ্ভিদ । কান্ড দুই ফুট উচ্চ । পাতাগুলি ২/৩ ইঞ্চি লম্বা ৩/৪ ইঞ্চি চওড়া । গাছের নিচের পাতা বড় হয় ।

ছোট সোজা বা খাড়া গুল্ম জাতীয় উদ্ভিদ । কান্ড দুই ফুট উচ্চ । পাতাগুলি ২/৩ ইঞ্চি লম্বা ৩/৪ ইঞ্চি চওড়া । গাছের নিচের পাতা বড় হয় । প্রশাখাগুলি গোলাকার অথবা চারটি শিরা বিশিষ্ট । পুষ্পদন্ড বহু শাখা প্রশাখা বিশিষ্ট পত্রপূর্ণ ফুলের বহির্বাস ১/৬ ইঞ্চি, ফুল সবুজ ও পীতবর্ণ ।

জন্মস্থানঃ হিমালয়ের নাতশীতোষ্ণ প্রদেশে চারশত থেকে দশহাজার ফুট  উচ্চে কাম্মীর, ভুটান,নেপাল প্রভূতি স্থানে তাছাড়া ভারতের সকল প্রদেশে পাওয়া যায় ।

বিভিন্ন নাম

সংস্কৃতঃ কিরাততিক্ত, অনার্য্যতিক্ত,কটূকি,ভূনিম্ব ।

বাংলাঃ চিরতা ।

হিন্দিঃ চিরায়তা,নীলাকান্ত,কিরাইত ।

মহারাষ্ট্র বা গুজরাটেঃ কড়োকিরাইত বা কারিয়াতু ।

তেলেগুঃ নেলানেমু, নিলাঘেম্বু, English Chiretta or India Gentiana .

Latin: Sweartia or Gentian Chirata .

এটি জেনিসিয়ানেসী {Gentianaceae} জাতীয় বৃক্ষ ।

ঔষধার্থে সকল ঋতুতেই সংগ্রহ করা হয় ।

রাসায়নিক উপাদানঃ Alkaloid Bitter Principle, othelic Acid chairtin, A Yellow bitter glococider, resin, gum, carbonates phosph of potash, Lime magnesa etc .

বিভিন্ন মনীষীদের মতামত-

চরকঃ রক্তবমন ও উদরীতে এটির ব্যবহার অনুমোদন করেছেন ।

হারীতঃ গর্ভিনীদের বমনে উপকার হয় ।

রাগভট্টঃ জ্বর ও বিভিন্ন চর্মরোগ এটির ব্যবহারে প্রচুর উপকারিতা দেখা যায় ।

মনঃ অলসতা প্রবণ । কেবল শুইতে চায়, উৎসাহহীন ।

মস্তকঃ স্পর্শকাতর । দুই রগে ও সর্বাঙ্গে বেদনা অনুভুত হয় । মাথা ভারী ও ঠান্ডা মনে হয় । রক্তবর্ণ চক্ষু ।

কর্ণঃ কানের মধ্যে নানা রকমের শব্দ । শোঁ শোঁ গুন গুন আওয়াজ অস্পষ্ট দৃষ্টি ।

নাসিকাঃ নিঃশ্বাসে গরম । নাক সড় সড় করে, জ্বরের সময় ঘন ঘন নিঃশ্বাস পড়ে ।

মুখমন্ডলঃ বিস্বাদ কোন কিছু স্বাদ পায় না । মুখ তেতো, সকল জিনিস তেতো লাগে । জ্বরের সময় মুখটি সম্পূর্ণ বিস্বাদ হয়ে যায় ।

গলহ্ব‌রঃ টনসিলদ্বয় লাল, ফুলে উঠে । জিভ ভারী, কথা বলতে কষ্ট হয় । জ্বরের সময় গলা ব্যথা হয় । জিভে হলদে প্রলেপ, সকাল সন্ধায় গলায় ব্যথা হয় । গরম পানিতে কুলি করলে উপশম হয় ।

শ্বাসযন্ত্রঃ শুকনা কাশি। সর্দি বসে গিয়ে বুকে বেদনা । শুকনো ঘন ঘন কাশি ।

পাকস্থলী ও উদর গহ্বরঃ লিভার ও প্লীহা বর্ধিত বেনাযুক্ত স্পর্শ করতে দেয় না । লিভারে শক্ত এবং স্পর্শ কাতর পেটে বায়ু হজম, মুখে পানি উঠে তা তিক্ত স্বাদ ।

মলঃ সাদা মল । আম মিশ্রিত মল । কখনও কখনও সবুজ বর্নের মল ।

মুত্রঃ হলদে এবং জ্বালা যুক্ত মূত্র । কিডনিতে বেদনা বিশেষ করে ডান কিডনীতে বেদনা । প্রসাবের রং লাল, পরিমাণ অল্প ।

হাত-পাঃ হাত পায়ে জ্বালা এবং বেদনা । হাত পা কামড়ায় বিশেষ করে টিপে দিলে আরাম হয় । হাতের ও পায়ের তলা জ্বালা করে । ঠান্ডায় আরাম ।

জ্বরঃ পিত্তজ্বর জ্বরের সময় চোখ, মুখ হাত পা জ্বালা করে । জ্বরের কোন সময় থাকে না । পিপাসা থাকে না । গরম পানি পান করতে পায়  । জ্বর ২/৩ ঘন্টা স্থায়ী হওয়ার পর ঘাম হয় । ম্যালেরিয়া , টাইফয়েড প্রভুতিতে কাজ করে । জ্বরের সময় শীত শীত ভাব হয় এবং পিত্ত বমন হয় ।যতক্ষন জ্বর থাকবে ততক্ষণ শরীরে জ্বালা থাকবে । 


একটি মন্তব্য পোস্ট করুন