বুধবার ১২ জুলাই ২০২৩
আজ জন্মদিন হলে আপনার রাশি কর্কট।
আপনার উপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও বৃহস্পতি।
১২ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর বৃহস্পতির প্রভাব বেশি।
আপনার শুভ সংখ্যাঃ ৩,১২,২১,৩০।
শুভ গ্রহ ও বারঃ বৃহস্পতি ও সোম।
শুভ রত্নঃ মুক্তা ও পোখরাজ।
আজকের দিনের শুভ বর্ণঃ আজ সাদা ও হলুদ বর্ণের পোশাকে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে।
আজকের দিনের শুভ সময়ঃ সকাল: ৮:১২-১১:৪৫ দুপুর: ২:২৫-৫:৫৯, রাত: ৬:৫২-১০:২৫, ১২:৩৩-১:৫৯ এর মধ্যে।
চন্দ্রাবস্থানঃ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে। ১০মী তিথি রাত: ৯:২২ পর্যন্ত পরে ১১শী তিথি চলবে।
আজকের দিনের নিষিদ্ধ খাদ্যঃ আজ রাত: ৯:২২ পর্যন্ত কলমিশাক পরে শিম খাওয়া নিষেধ।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল)
আজকের দিনটি অসমাপ্ত কাজ সম্পন্ন করার দিন। নিজের মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারলে আজ ব্যবসায়ীক কাজে সফল হতে পারবেন। চাকরিজীবীদের দিনটি কিছু বাধা বিপত্তির। পদস্ত কর্মকর্তার সাথে সদ্ভাব বজায় রাখতে হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে)
বৈদেশিক কাজে সফল হতে পারবেন। আজ প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে। আইনগত জটিলতা থেকে রক্ষা পাওয়ার আশা। গৃহস্থালী কাজের জন্য অর্থ ব্যয় হবে।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন)
প্রবাসী বন্ধুর সাহায্য লাভের আশা। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। চাকরিজীবীদের বকেয়া বেতন আদায়ের যোগ। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায় হবে। বড় ভাই বোনের সাথে জটিলতা এড়িয়ে চলতে হবে।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই)
আজ বিদেশী প্রতিষ্ঠানে চাকরি লাভের সুযোগ আসবে। সাঙ্গঠনিক ক্ষেত্রে হারানো সম্মান ফিরে পাওয়ার আশা। ব্যবসা বাণিজ্যে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। প্রবাসী পিতার কাছ থেকে ভালো কোন সংবাদ পাবেন।
সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগষ্ট)
বিদেশী ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ প্রবল। আমদানী রপ্তাণী কারকদের আজ বিশেষ কোনো সুযোগ লাভের যোগ। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর)
আজ পাওনাদারের সাথে চলতে থাকা জটিলতা এড়িয়ে চলতে হবে। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন। ব্যবসায়ীক কাজের জন্য কিছু টাকা ঋণ করতে হবে। চিকিৎসার পেছনে কিছু অর্থ ব্যয় হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর)
আজ দাম্পত্য জীবনে কিছু জটিলতা মোকাবেলা করতে হবে। হটাৎ করেই জীবন সাথীর সাথে চিল্লাপাল্লায় জড়িয়ে যেতে পারেন। অংশিদারী ব্যবসা কাজে আজ বিদেশ যাত্রার যোগ।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০নভেম্বর)
দিনটি সহকর্মীদের সাহায্য লাভের। ব্যবসায়ীক কাজে সাফল্য লাভের জন্য কিছু কর্মচারী বদল করতে হবে। আজকের দিনটি সকল প্রকার অনৈতিক কাজ থেকে দূরে থাকার। বয়স্কদের শারীরিক অবস্থার অবনতি হবে।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর)
আজকের দিনটি সৃজনশীল কাজের জন্য বিদেশ যাত্রার। নির্মাতাদের কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে। শিল্প কলার কাজের জন্য বিদেশ যেতে পারেন। সন্তানের প্রেম ভালোবাসা নিয়ে কিছুটা বিরক্ত হতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি)
আজ পারিবারিক কিছু জটিলতা মোকাবেলা করতে পারেন। প্রবাসী আত্মীয় স্বজনের সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। স্থাবর সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ এড়িয়ে চলতে হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি)
আজ বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ভালো সংবাদ পাবেন। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। গৃহস্থালী কাজে প্রবাসী ভাই বোনের সাহায্য পাবেন। বিদেশী গণমাধ্যমে কাজের সুযোগ পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ)
দিনটি বকেয়া অর্থ আদায়ে অগ্রগতির। ব্যবসায়ীক কাজে আজ ভালো লাভ হবে। খাদ্য ও ফলমূল ব্যবসায় আজ ভালো আয় করতে পারবেন। বাড়িতে প্রবাসী শ্যালক শ্যালিকার আগমন হবে।