Durga Chalisa in Bengali - দুর্গা চালিশা বাংলা

durga chalisa, durga chalisa lyrics, durga chalisa lyrics in hindi, durga chalisa pdf, durga chalisa in hindi, shri durga chalisa, durga chalisa aarti, durga chalisa paath, durga chalisa in english, maa durga chalisa,

Durga Chalisa

দুর্গা চালিশা ছাড়া মা দুর্গার পূর্জা অসম্পূর্ণ বলে মনে করা হয় । মা দুর্গার উদ্ভব হয়েছিল অধর্মকে নাশ করে ধর্মকে রক্ষা করতে । শাস্ত্র অনুসারে, কোনও শুভ অনুষ্ঠানে মা দুর্গার স্তব করার জন্য দুর্গা চালিশা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় । ভক্তরা যদি রোজ স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে মা দুর্গার ছবির সামনে লাল আসনের ওপর বসে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে এই দুর্গা চালিশা পাঠ করে তাহলে তার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে জীবন হয়ে উঠবে সুখ ও সমৃদ্ধিতে ভরপুর ।

দুর্গা চালিশা পাঠ করে আপনি আপনার পরিবারকে আর্থিক ক্ষতি, দুর্দশা এবং বিভিন্ন ধরণের দুঃখ থেকে রক্ষা করতে পারেন । অর্থাৎ আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটবে এবং জীবনের সমস্ত রকম সংকট দূর হবে ।

প্রতিদিন দুর্গা চালিশা পাঠ করলে আপনার শরীরে Positive শক্তি আসে এবং সমস্ত Negative শক্তি দূরে যায় ।

শত্রুদের মোকাবেলা করে তাঁদের পরাজিত করার ক্ষমতাও গড়ে ওঠে এই দুর্গা চালিশা পাঠ করে ।

দুর্গা চালিশা বাংলা pdf download

নমো নমো দুর্গে সুখ করনী।

নমো নমো অংবে দুঃখ হরনী ।।

নিরাকার জ্যোতি তোমা ।

ত্রিলোক ছাড়ায় উজ্জ্বলতা ।।

শশী ললাটে মুখ মহাবিশাল ।

নেত্র লাল ভ্রুকুটি বিক্রাল ।।

রূপ মাতার অধিক শোভা হয় ।

দর্শন করে মানূ অতি সুখ পায় ।।

তুমি সংসারে শক্তি নিয়ে আছো ।

পালন হেতু অন্ন ধন দিচ্ছ ।।

অন্নপূর্ণা হয়ে জগৎ পালিকা ।

তুমি আদি সুন্দরী বালিকা ।।

প্রলয় কালে সব নাশ করিয়া ।

তুম গৌরী শিব সংকরের প্রিয়া ।।

শীব যোগী তোমার গুণ গান । 

durga chalisa lyrics

ব্রক্ষ্মা বিষ্ণ তোমার নিত্য ধ্যানে মঘ্ন হয় ।।

রূপ সরস্বতী তুমি ধরিয়া ।

দাও সুবুদ্ধি ঋষি মুনির কল্যাণ করিয়া ।।

ধরিয়া নরসিংহ রূপ অম্বা ।

প্রকট হও চিরিয়া স্তম্ভা ।।

রক্ষা করিয়া প্রহ্লাদকে বাঁচাও ।

হিরণ্যাক্ষকে স্ব‌র্গ পাঠাও ।।

লক্ষী রূপ ধর জগৎ ভিতরে ।

শ্রী নারায়ণ পার্শে বিশ্রাম কররে ।।

ক্ষীরসিংধু দাও মন বিলাস ।

দয়াসিন্ধু দাও মন অভিলাষ ।।

হিংগলাজেতে তুমি ভবানী ।

মহিমা অমিত না যায় বখ্যানী ।।

মাতংগী ও ধূমাবতি মাতা ।

ভুবনেশ্বরী বগলা সুখ দাতা ।।

maa durga chalisa

শ্রী ভৈরব তারা জগৎ তারিণী ।

ছিন্নমস্তা ভব দুঃখ নিবারিণী।।

সিংহ বাহনে ভবানী শোভা পায় ।

লাঙ্গুর বীর আগে চলে যায় ।।

করে খপ্পর খড়্গ বিরাজে ।

যাকে দেখে কাল ভয়ে ভাগে ।।

শোভে অস্ত্র ও ত্রিশুভ ।

যাতে ওঠে শত্রহিয়শুল ।

নগরকোটতে তুমি বিরাজ করে ।

ত্রিলোক তোমার ডঙ্কা বাজাওরে ।।

শুভ নিশুম্ভ দানব তুমি মেরেছো ।

রক্তবীজ সংখ্যা সংহার করেছো ।।

মহিষাসুর নৃহ অতি গর্বিত ।

যার পাপভরে ভূমি ব্যাপিত ।।

রূপ করাল কালীকার ধারণ করলে । 

সৈন্য সমেত তুমি সংহার করলে ।।

পড়েছে কষ্ট সন্তানের ওপর যখন যখন । 

হয়তো সহায় তুমি তখন তখন ।।

অমরপুরী ও বাসব লোক ।

তবে মহিমাচে সব রহে অশোক ।।

জ্বালা তে আছে জ্যোতি তোমারি ।।

তোমায় সদা রপবজে নর নারী ।।

shri durga chalisa

প্রেম ভক্তিতে যে যশ গাইবে । 

দুঃখ দারিদ্র নিকটে না আসবে ।

ধ্যান করবে যে মনে এনে ।

জন্ম মরপণ তার চুকে যাবেনে ।।

যোগী সুর মুনি বলে ডাক মেরে ।

যোগ না হয় বিনা শক্তি তোমাররে ।।

শঙ্কর আচার্য তপঃ করলো ।

কম ও ক্রোধ জয় করে নিলো ।।

নিশিদিন ধ্যান করে শঙ্করের ।

কোনও দিন না পুজিলো তোমারের ।।

শক্তি রূপের মর্ম না বুঝলো ।।

শক্তি গেলো তখন মনে অনুতপ্ত হলো ।

শরণাগত হয়ে কীর্তি ব্যাখ্যা করলো ।

জয় জয় জয় জগদম্বা ভবানী বলবো ।

হয়ে প্রসন্ন আদি জগদম্বা ।

দাও শক্তি না করিয়া বিলম্বা ।।

আমায় মাত কষ্ট অতি ঘিরছে ।

তুমি বিনা কে দুঃখ হরণ করবে ।।

একটি মন্তব্য পোস্ট করুন