রাতে ঘুমানোর আগে কেবল ৩ বার জপ করুন হনুমান এই মন্ত্র || হনুমান দ্বাদশা নামাবলী || Hanuman Mantra

রাতে ঘুমানোর আগে কেবল ৩ বার জপ করুন হনুমান এই মন্ত্র || হনুমান দ্বাদশা নামাবলী || Hanuman Mantra

হনুমান দ্বাদশা নামাবলী

রাতে ঘুমানোর আগে কেবল ৩ বার জপ করুন এই মন্ত্র । আপনার অর্থভাগ্য খুলে যাবে সৌভাগ্য ফিরে আসবে । হিন্দু ধর্ম শাস্ত্রে উল্লিখিত প্রতিটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী । এই মন্ত্রগুলি জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় । যার ফলে জীবনের একাধিক সমস্যার সমাধান হতে পারে । 

মন্ত্র পাঠ করার সময় রয়েছে এমন কিছু মন্ত্র আছে যেগুলো সকালে পাঠ করতে হয় । আবার এমন কিছু মন্ত্র রয়েছে সারাদিন পাঠ করা যায় । অন্য দিকে এমন কিছু মন্ত্র রয়েছে যা সন্ধ্যা ও রাতে জপ করতে পারেন । এখানে এমনই কিছু মন্ত্র সম্পর্কে জানানো হল যা রাতে জপ করলে সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় । এর ফলে ব্যক্তি অবসাদমুক্ত হয়, অনিদ্রা দূর হয় এবং জীবনে উন্নতি করতে পারে । ঘুমাতে যাওয়ার আগে কোন কোন মন্ত্র জপ করবেন দেখে নিন ।

১২ নাম যপের উপকারিতা 

  • দীর্ঘদিনের পুরানো সমস্যা দূর হয় ।
  • শত্রু বাধা শান্ত হয় ।
  • যেকোন কার্য যা অনেকদিন ধরে পূর্ন হচ্ছে না এই মন্ত্র যপ করলে সেই কার্য সম্পন্ন হয়ে যায় ।
  • গ্রহ ক্লেশ দূর হয় ও নব গ্রহ শান্ত হয় ।
  • কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে উন্নতি হয় ।\
  • নিজের পাপ মুক্তি হয় ।
  • অনিদ্রা ও দুঃশ্চিন্তা দূর হয় ।
  • দীর্ঘদিনের রোগ দূর হয় ।
  • দীর্ঘায়ু হয় ।
  • সংসারের কলহ দূর হয় ।
হনুমান দ্বা‌দশা নামাবলী কিভাবে পাঠ করবেন
হনুমানের ১২ নামাবলী দিনে তিন বার পাঠ করতে হয়  । অর্থাৎ সকাল, দুপুর ও রাত্রে ।
বিশেষ করে এই মন্ত্র রাতের বেলা পাঠ করলে উত্তম ফল পারেন । রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে হনুমানজির ১২ নামের মন্ত্র পাঠ করলে অথবা শ্রবণ করলে বিশেষ ফল পাবেন ।

হনুমান দ্বা‌দশা নামাবলী পাঠ করার নিয়ম

সংকল্প নিয়ে রাত্রে বেলায় শুতে যাবার আগে অবশ্যই হাত-পা মুখ ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর যে বস্তুটি আপনি সন্ধ্যা বেলা থেকে পড়েছিলেন সেই বস্তুটি ছেড়ে কোন কাঁচা পোশাক পড়ে নেবেন । হনুমানজির ছবির সামনে আসনে বসে এই মন্ত্রটি পাঠ করবেন । এই মন্ত্র যখন পাঠ করবেন তখন তিন বার পাঠ করবেন বা শ্রবণ করবেন ।

হনুমান দ্বা‌দশা নামাবলী বা হনুমান ১২ নাম 

ওঁং শ্রী হনুমতে নমঃ
ওঁং অঞ্জনি সুতায় নমঃ
ওঁংবায়ুপুত্রায় নমঃ
ওঁং মহাবলায় নমঃ
ওঁং রামেষ্ঠায় নমঃ
ওঁং ফাল্গুনায় নমঃ
ওঁং পিঙ্গাশায় নমঃ
ওঁং অমিতবিক্রমনায় নমঃ
ওঁং উদধিবিক্রমনায় নমঃ
ওঁং সীতা শোক বিনাশয় নমঃ
ওঁং লক্ষণায় প্রাণ দাত্রে নমঃ
ওঁং দশগীবস্যায় দর্পায় নমঃ

একটি মন্তব্য পোস্ট করুন